বিকল্প সংযোগে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ নিচ্ছেন তারেক রহমান

0
120
Print Friendly, PDF & Email

বিকল্প সংযোগে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাক্ষাৎ শেষে বের হয়ে একাধিক মনোনয়নপ্রত্যাশী বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়নপ্রত্যাশীরা জানান, ইন্টারভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপি বন্ধ থাকায় তারেক রহমান বিকল্প সংযোগে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তিনি নির্দেশ দিয়েছেন বলেও জানান একাধিক মনোনয়নপ্রত্যাশী।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন