নিজের নামের এখনও মামলা স্মরণ করে দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে কোন জোটে যেতে হবে, তা আমার উপর ছেড়ে দাও। তোমরা জানো, এখনও আমার নামে মামলা আছে।
মঙ্গলবার দুপুরে গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় মনোনয়নপ্রত্যাশীদের একযোগে ৩০০ আসনে প্রার্থী দেয়ার দাবির জবাবে উল্লেখ করে এরশাদ বলেন, ‘রাজনীতির কারণে অন্য জোটে যদি যেতে হয়, সেই সিদ্ধান্ত এককভাবে আমি নেব। এখনো মামলা আছেতো আমার নামে, তোমরা জানো।’
এবার জাতীয় পার্টির সর্ববৃহৎ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি একা সারা দেশ ঘুরেছি। তখন আমার সঙ্গে কেউ ছিল না। আজ এত লোক আমার সঙ্গে, জাপার দুঃখ ঘুচে গেছে।’
মনোনয়ন দেওয়ার বিষয়ে এরশাদ বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আমাকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। সবাইকে প্রার্থী করতে পারব না। আমি যাকে যোগ্য মনে করব, মনোনয়ন দেব। আর এটা সবাইকে মেনে নিতে হবে।’
বিডি-প্রতিদিন/