চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র ও সদর উপজেলার বকচর সীমান্ত থেকে হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় একটি বাঁশ বাগানে তল্লাশি করে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে। রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ অভিযান চালানো হয়।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদর উপজেলার বকচর নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিক বিহীন অস্থায় ৮শ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।