মঙ্গলবার থেকে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দিতে পারে আওয়ামী লীগ

0
179
Print Friendly, PDF & Email

 

আগামীকাল মঙ্গলবার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দেবে আওয়ামী লীগ। এই চিঠি ইস্যুর করতে রোববার থেকেই কাজ শুরু করেছেন দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। নাম প্রকাশে অনিচ্ছুক দলের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের শেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় বাকি প্রার্থীদের মনোনয়ন তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে।

জানা গেছে, ইতিমধ্যে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা দপ্তর সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে। অতি গোপনীয়তার সঙ্গে দলের দপ্তর সম্পাদক সার্বিক কাজ শেষ করে সোমবার সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর নেবেন। এরপর মনোনীত প্রার্থীদের কাছে চিঠি পাঠানো হবে।

আরো জানা গেছে, মনোনীত প্রার্থীদের চিঠি ইস্যুর বিষয়টি সম্পন্ন হওয়ার পর দলীয় প্রার্থীদের নামের তালিকা একযোগে ঘোষণা করা হবে।

শেয়ার করুন