তারেকের বিষয়ে আওয়ামী লীগের অভিযোগ নিয়ে বৈঠকে বসছে ইসি

0
148
Print Friendly, PDF & Email

একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তারেক রহমান কিভাবে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন-আওয়ামী লীগের এমন অভিযোগের বিষয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

সোমবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে, রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের কাছে এ-সংক্রান্ত একটি অভিযোগ দাখিল করে আওয়ামী লীগ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। তিনি বলেন, বাংলাদেশের একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির মনোনয়ন প্রার্থীদের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছেন। এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে- তারেক রহমানের বক্তব্য কোনো প্রচারমাধ্যমে প্রচার করা যাবে না। সুতরাং তারেকের এই কাজ সর্বোচ্চ আদালতের আদেশের লঙ্ঘন এবং আদালত অবমাননার সামিল।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন