বলিউডের ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং পদ্ধতি নিয়ে বিস্ফোরক কালকি

0
286
Print Friendly, PDF & Email

অন্যধারার ছবি করার পাশাপাশি, স্বতঃস্ফূর্ত ভাবে মনের ভাব প্রকাশের জন্যও বলিউডে বেশ চর্চিত নাম হয়ে উঠেছেন অভিনেত্রী কালকি কোয়েচলিন৷ সেই কালকি আবারও মুখ খুললেন৷ প্রশ্ন তুললেন, বলিউডে অ্যাকশন সিনের কোরিওগ্রাফি হলে, ইন্টিমেট সিন, যাকে চলতি কথায় আমরা ‘রগরগে দৃশ্য’ বলে থাকি, সেগুলির কোরিওগ্রাফি হবে না কেন?

কালকি সরব হলেন, বলিউডে যেভাবে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হয়, সেই পদ্ধতির বিরুদ্ধে৷ সম্প্রতি একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই বলিউডের ঘনিষ্ঠ দৃশ্যগুলির শুটিং পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কালকি৷ উপস্থিত দর্শকদের সঙ্গে তিনি ভাগ করে নেন শুটিংয়ের এক ভয়ংকর অভিজ্ঞতা৷

তিনি জানান, “এমন অভিনেতার সঙ্গে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে হয়েছে, যার ঠোঁট কামড়ানোর আগে পর্যন্ত আমি তাকে চিনিতাম না, তার সঙ্গে আমার কোন পরিচয় ছিল না৷ এমন পরিস্থিতি তৈরি হলে অভিনয়স্বত্তা সঠিক ভাবে পরিস্ফূট হতে পারবে না৷ দু’জন অভিনেতার মধ্যে এভাবে বোঝাপড়া গড়ে উঠতে পারে না৷”

এরপরেই তিনি প্রশ্ন করেন, “যখন আমরা একটা সিনেমায় মারপিটের দৃশ্য শুটিং করি, তখন তা কোরিওগ্রাফ করা হয়৷ কেউ ভুল করেও একটা অতিরিক্ত ঘুসি মারতে পারে না৷ তবে ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে তেমনটা হয় না কেন?”

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন