বিএনপি-ভীতিতে এই গণবিচ্ছিন্ন সরকার এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে যে, নেতাকর্মীদের দমনের জন্য রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতারের পর ৫ দিন করে রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। : গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার অধঃপতনের সর্বনি¤েœ অবস্থান করছে। মৌলিক মানবাধিকার হরণ, মনুষ্যত্বহীনতা বর্তমান সরকারের স্বরূপ। বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতেই হত্যা-গুমের পথ ধরে এখন বিরোধী নারী নেত্রীদের উপরও চালানো হচ্ছে জুলুম-নির্যাতন। আওয়ামী লীগ ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়ে এখন মানবতাবিবর্জিত কান্ডজ্ঞানহীন শক্তিতে পরিণত হয়েছে। বিএনপির যে নেতাকর্মীই এই অবৈধ শাসকগোষ্ঠীর অনাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তাকেই তারা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে। : তিনি বলেন, বিএনপি-ভীতিতে এই গণবিচ্ছিন্ন সরকার এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে যে, নেতাকর্মীদের দমনের জন্য রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছ ব্যবহার করছে। দেশের গণতান্ত্রিক শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্যই দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদেরকে ছাকনি দিয়ে ছেকে ফেলার মতো করে আটকের মাধ্যমে জেলে পুরছে। আধুনিক যুগে নিপুণ রায় চৌধুরী বা আরিফা সুলতানা রুমার মতো প্রতিবাদী নারী কন্ঠকে স্তব্ধ করতে গ্রেফতারের পর অন্যায়ভাবে রিমান্ডে নিয়ে আওয়ামী সরকার জুলুমের যে পৈশাচিক পন্থা অবলম্বন করলো তা আদিম বর্বরতারই নামান্তর। এই ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে সরকার নিজেদেরকে জনগণের মাঝে ফিরে আসার সকল পথকেই বন্ধ করে দিলো। সরকার তাদের পতনের শেষ সীমান্তে তলিয়ে গেছে। সরকারকে মনে রাখতে হবে-গণবিচ্ছিন্ন ও বেআইনি ক্ষমতার প্রবল প্রতাপ জনগণ বেশিদিন সহ্য করে না। ইতিহাসের সত্যকে অস্বীকার করলে ধ্বংসের বীজ রোপণ করা হয়। : বিএনপি মহাসচিব অবিলম্বে নিপুণ রায় চৌধুরী, ইউনুস মৃধা এবং আরিফা সুলতানা রুমার বিরুদ্ধে দায়েরকৃত ভুয়া ও অসত্য মামলা প্রত্যাহারসহ রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। দিনকাল রিপোর্ট :