আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই মুহূর্তে সব জরিপে আওয়ামী লীগ অনেক ব্যবধানে এগিয়ে আছে। সব সমীক্ষায় ও জরিপে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা জনপ্রিয়তার অভ্রভেদী তুঙ্গে অবস্থান করছেন। বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।’
আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক।
আগামী দু-তিন দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত এবং এক সপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বিশৃঙ্খলা এড়াতে সব প্রার্থীর কাছ থেকে মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যাহারপত্রও জমা নেওয়া হবে বলে জানান তিনি।
‘আমরা যাদের মনোনয়নপত্র দেবো, উইথ ড্র লেটার নিয়ে নেব। তাদের সিট তারা প্রত্যাহার করবে না। শরিকদের যে সিটগুলো আমরা দেবো, তখন ওই সিটগুলোতে আমরাই উইথ ড্র করে নিতে পারব।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সব সাম্প্রদায়িক শক্তি ধানের শীষ প্রতীকের নিচে জড়ো হয়েছে। এ সময় ‘তাদের মধ্যকার মুক্তিযোদ্ধারাও আলাদা নন’ বলে মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘যারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনের জন্য আঁতাত করতে পারে, তারা ছদ্মবেশী গণতন্ত্রী, তারা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা।’
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পল্টনের সহিংসতাকারীরা বিনা শাস্তিতে পার পাবে না।’