পাহাড়পুর বৌদ্ধবিহারে মেয়েদের উত্যক্ত করায় ৫ যুবক আটক

0
184
Print Friendly, PDF & Email

নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা মেয়েদের উত্যক্ত করায় পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আটক করে বদলগাছী থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- বদলগাছী থানার উত্তর রামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মনিরুল ইসলাম (১৬), দেবরাইল গ্রামের মামুনুর রশিদের ছেলে তারেক মনোয়ার (১৫), জয়পুরহাট জেলার পার্বতিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে নয়ন হোসেন (১৭), নুরপুর গ্রামের বিদ্যুতের ছেলে আল এলাহী বারী (১৬) এবং ভগবানপুর গ্রামের জিয়াউল ইসলামের ছেলে জাকির হোসেন (১৫)।

পাহাড়পুর ট্যুরিস্ট ইন্সপেক্টর গোলাম সারোয়ার হোসেন বলেন, বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের গয়রা-তেঁতুলিয়া গ্রামের ৬-৭ জন মেয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। এ সময় বিহারের পাশে পাঁচ যুবক তাদের শ্লীলতাহানী করে। পরে মেয়েরা ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাদের আটক করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন