পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুক্রবার

0
321
Print Friendly, PDF & Email

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার পাবনা শহরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

৯২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩৩ হাজার ২৬০ জন। প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ৩৬ জন। মোট পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

দুটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১৯ হাজার ১৯০ জন এবং ‘বি’ ইউনিটে আবেদনকারী ১৪ হাজার ৭০ জন। এ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে থেকে শুরু হয়ে বেলা ১১ পর্যন্ত চলবে। বি ইউনিটের পরীক্ষা বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

তবে এ ইউনিটের স্থাপত্য বিভাগের জন্য আবেদনকারীদের অতিরিক্ত ৩০ মিনিট ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd এবং admission1819.pust.ac.bd ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন