আগামী ১৬ নভেম্বর জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় মতিঝিলে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের এ কথা জানান ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই। এ জন্য আগামী ১৬ নভেম্বর জাতীয় দৈনিকের সম্পাদকদের আসার আমন্ত্রণ জানাব।