মনোনয়ন সংগ্রহে নয়াপল্টন জনসমুদ্র

0
139
Print Friendly, PDF & Email

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনটি ফরম সংগ্রহের মধ্য দিয়ে সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সারাদেশ থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। এ উপলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে মনোনয়ন প্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। একই সঙ্গে নেতাকর্মীদের জনস্রোত কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত ঠেকেছে। নেতাকর্মীরা এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে সাত দফা এক দাবি, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের মুক্তি চাই, রাজপথ ছাড়ব না ইত্যাদি সেøাগান দেন। এতে করে ওই সড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেখা গেছে। এই উপলে সকাল থেকে নেতাকর্মীদের ভিড়ে মুখরিত নয়াপল্টন এলাকা। নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না। আশপাশের অলিগলিতেও একই অবস্থা। নেতারা বিরাট বিরাট কর্মী-সমর্থক বহর নিয়ে মনোনয়ন ফরম তুলতে আসছেন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। অনেকে ব্যান্ড পার্টি ও নেতাকর্মীর বহর নিয়ে মনোনয়ন ফরম তুলতে আসছেন। মনোনয়ন ফরম তোলার পর পল্টন ও আশপাশের এলাকা দিয়ে মিছিল করছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। অনেকে জনসমর্থনের প্রমাণ দিতে বিশাল বিশাল বহর নিয়ে হাজির হচ্ছেন নয়া পল্টনে। মনোনয়ন ফরম সংগ্রহে নয়া পল্টন সড়ক জনসমুদ্রে রূপ নিয়েছে। ধানের ছড়া নিয়ে আসা নেতা-কর্মীদের হাতে হাতে ছিলো খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। নেতা-কর্মীরা তাদের নেত্রীর মুক্তির দাবিতে মুহুর্মুহু সেøøাগান দিচ্ছে- ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রীর মুক্তি চাই।’ ব্যান্ড দলের পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে দলের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম দুটি হাতি নিয়ে নেতা-কর্মীসহ মনোনয়ন ফরম কিনতে এসেছেন। : গতকাল সকালে ঢাকা-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১৬ আসনের জন্য ফরম কিনেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দুইটি আসনে মনোনয়নে ফরম কিনেছেন। তার পে ছেলে খন্দকার মারুফ হোসেন এই ফরম দুইটি কেনেন। : দুপুরে ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন জাতীয়তাবাদী যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় সাজা দিয়ে জেলখানায় রাখা হয়েছে। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হিসেবেই এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। চুয়াডাঙ্গা সদর আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কেনেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। ঢাকা-৬ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কেনেন ঢাকা মহানগর দণি বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। ঢাকা-১০ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, ঢাকা-১২ আসনের জন্য মনোনয়ন ক্রয় করেছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, ঢাকা-১৬ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আলহাজ একেএম মোয়াজ্জেম হোসেন, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, পটুয়াখারী-২ আসনে বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, বরিশাল-১ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ঢাকা-৫ ও মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজ্জামেল হক, পাবনা-২ আসন থেকে মনোনয়ন ক্রয় করেছেন সুজানগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসলাম হোসেন মন্ডল, বরিশাল-৪ থেকে অ্যাডভোকেট হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৬ আসনে দণি জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মানিকগঞ্জ-২ থেকে সাইফুর রহমান আসাদ, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস পতœী তাহসিনা রুশদির লুনা, বগুড়া-২ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৪ আসনে আলহাজ মো. মোশাররফ হোসেন, ঢাকা-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান ও তার মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান, ঢাকা-৫ আসনে আলহাজ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্য ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শিল্পপতি মাইনুল ইসলাম, জামালপুর-৩ আসনে বিএনপির সহ-জলবাযু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কুষ্টিয়া-৩ আসনে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, কুমিল্লা-৯ আসনে কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, ফরিদপুর-১ আসনে নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সল, ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, যশোর-৬ আসনে বিএনপির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, বাগেরহাট-৪ আসনে বিএনপির শিা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা-১৩ আসনে বিএনপির সহ-শিাবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সুনামগঞ্জ-১ আসনে নির্বাহী কমিটির সদস্য ডা: রফিকুল ইসলাম চৌধুরী, গাজীপুর-২ আসনে হাসান উদ্দিন সরকার, ময়মনসিংহ-৮ আসনে শেখ এমদাদুল হক মিলন (এম এইচ মিলন), ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম ইকবাল হোসাইন, উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল হক, নান্দাইল আসন থেকে অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম, সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল, ময়মনসিংহ সদর আসন থেকে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতয়ালী বিএনপির সভাপতি কামরুল ইসলাম মো: ওয়ালিদ, হালুয়াঘাট-ধোবাউড়া আসন থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলী আজগর, ফুলবাড়ীয়া আসন থেকে সাবেক এমপি প্রকৌশলী শামছুদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা আখতারুল আলম ফারুক, ঈশ্বরগঞ্জ আসন থেকে সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, মুক্তাগাছা আসন থেকে আলহাজ্ব জাকির হোসেন বাবলু, গফরগাঁও আসনে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ড. মীর মিজানুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আকতারুজ্জামান বাচ্চু, নারায়ণগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ শাহ আলম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হাই রাজু, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহুল আমিন সিকদার, নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম সজল ও সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি এম এইচ মামুন, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এস এম মাসুদ দুলাল ভুইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ-৩ আসনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাবেক প্রতিমন্ত্রী ও এমপি অধ্যাপক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, যুব উন্নয়ন মন্ত্রণালয়ের পরিচালক অলিউর রহমান আপেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, ছাত্রদলের সাবেক নেতা আজিজুল হক আজিজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাছুম, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আসগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক ভূঁইয়া, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবর রহমান, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, লক্ষ্মীপুর-৪ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, নরসিংদী-৪ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, যশোর-৬ আসনে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ-৬ আসনে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, লক্ষ্মীপুর-১ আসনে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ঝিনাইদহ-৪ আসনে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ফেনী-৩ আসনে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামান, গোপালগঞ্জ-৩ আসনে ঢাকা মহানগর দণি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পে সংগ্রহ করা হয় এবং ঝালকাঠী-২ আসনে ঢাকা মহানগর দণি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, নারায়ণগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নেত্রকোনা-১ আসনে কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহাগ, কুমিল্লা-১০ আসনে কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন ফারুক, ফরিদপুর-৩ আসনে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, কুমিল্লা-১ আসনে কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আবুল কালাম আজাদ, নেত্রকোনা-৩ আসনে কেন্দ্রীয় সাবেক সহ-সমাজকল্যাণ সম্পাদক এম জি মাসুম রাসেল এবং বগুড়া-১ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- কোষাধ্য মোঃ বেলাল হোসেন বেলাল, সিরাজগঞ্জ-৬ আসনে ডা. এমএ মতিনের ছেলে ডা. এমএ মুহিত, জামালপুর-৫ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া আসন থেকে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ নেতা-কর্মীদের নিয়ে ফরম কিনতে আসেন। কুমিল্লা-৬ ও ১০ আসনের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা কারাবন্দি মনিরুল হক চৌধুরীর পে মনোনয়নপত্র কেনা হয়েছে। : বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান গাজীপুর-৪ আসনের জন্য, গাজীপুরে সাবেক সিটি মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং প্রবীণ শ্রমিক নেতা ও মহানগর সভাপতি হাসান উদ্দিন সরকার গাজীপুর-২ আসনের জন্য, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন গাজীপুর-৩ আসনের জন্য, জেলা সাধারণ সম্পাদক সাইয়েদ্যুল আলম বাবুল ও কালিয়াকৈরের মেয়র মজিবুর রহমান গাজীপুর-১ আসনের জন্য, ড্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও জেলা যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ গাজীপুর-৫ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। ফেনী-৩ আসনের জন্য দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ভিপি জয়নাল আবেদীন, ময়মনসিংহ-৪ আসনে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরিশাল-৩ আসনে ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, পটুয়াখালী-১ আসনে ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ঝালকাঠি-১ আসনে ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, টাঙ্গাইলের ঘাটাইলে অ্যাডভোকেট আহমেদ আজম খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান নরসিংদী-৩ আসনে, কিশোরগঞ্জ-৪ আসনে শরীফুল আলম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ঢাকা-১৪ ও ১৬ আসনে এবং অধ্য সেলিম ভুঁইয়া ঢাকা-৪ আসনের জন্য, নেত্রকোনা-৪ আসনে ব্যারিস্টার কায়সার কামাল মনোনয়ন ফরম কিনেছেন। এছাড়াও অধ্যক্ষ সেলিম ভূইয়া, আব্দুস সালাম, এস এম আব্দুল হালিম, ডা. ফরহাদ হালিম ডোনার, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সরদার সাখাওয়াত হোসেন বকুল, লে. কর্নেল (অব.) জয়নাল আবেদিন, আমিনুল ইসলাম, এরমান সালেহ প্রিন্স, ওবায়দুল হক নাসির, আফেরোজা খান রিতা, খন্দকার আবু আশফাক, নাসিমা আক্তার কল্পনা, প্রফেসর রেজাউল করিম, কামরুজ্জামান রতন, আবুল কালাম আজাদ সিদ্দিকী, ফজলুর রহমান। : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে সাংবাদিকদের বলেন, জাতীয়তাবাদী শক্তির যে উত্থান ঘটেছে আজকে নয়া পল্টনের অফিসের সামনে মনোনয়ন ফরম সংগ্রহে আসা নির্যাতিত নেতা-কর্মীদের জনস্রোত তার প্রমাণ। তিল পরিমাণ ঠাঁই ছিল না নয়া পল্টনে। চরম কষ্ট করে নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিয়ে এতো গরমের মধ্যে ফরম সংগ্রহ করছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে।দিনকাল রিপোর্ট :

শেয়ার করুন