একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি।
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ১০টা থেকে ফরম সংগ্রহ ও জমাদান শুরু হয়।
দেখা গেছে, গতকালের মতো আজও দেশের বিভিন্ন স্থান থেকে মনোনয়নপ্রত্যাশী ও সংগ্রহকারীরা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন এবং প্রার্থীর পক্ষে মিছিল করছেন।
জানা গেছে, প্রথম দিনে এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় ফরম বিক্রি।
বিডি-প্রতিদিন/