‘আমাদের ওপর আস্থা রাখুন’

0
162
Print Friendly, PDF & Email

জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আপদে-বিপদে, সুখে-দুঃখে থাকবো। আমাদের ওপর আস্থা রাখুন।’

গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি সরকার গঠন করতে পারলে সংখ্যালঘু সম্প্রদায়ের ‘নৈতিক’ দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা পাঁচজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। যে দুটি মাললায় তাকে সাজা দেয়া হয়েছে, তার একটিতে অভিযোগ- অরফানেজ ট্রাস্টের অর্থ তিনি সঠিকভাবে ব্যয় করেননি। আর চ্যারিটেবল মামলার অভিযোগে বলা হয়েছে, জমি কেনার টাকা তছরুপ করেছেন। এসব প্রতিহিংসা থেকে করা হয়েছে। খালেদা জিয়া প্রতিহিংসার শিকার।’

তিনি আরো বলেন, ‘হাজার হাজার কোটি টাকার লোপাট হচ্ছে, ব্যাংক ফাঁকা হচ্ছে। এসবের কোনো তদন্ত হয় না। সাজা দূরে থাক কারো নামে মামলাও হয় না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ১৫টি মামলা হয়েছিল ১/১১ এর সময়। অথচ তার মামলাগুলো খারিজ করে দেয়া হয়েছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, আয়োজক সংগঠনের নেতা দীনবন্ধু রায়, গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নৃপেশ রঞ্জন সরকার, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

শেয়ার করুন