আজ থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু

0
141
Print Friendly, PDF & Email

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে। রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে মনোনয়নপ্রত্যাশী নেতাদের।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় মনোনয়ন ফরম দেওয়ার কথা থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় বেলা ১১টা থেকে ফরম দেওয়া হবে। চলবে মঙ্গলবার পর্যন্ত।

আরো জানা গেছে, প্রথমে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফরম দেওয়া হবে। এরপর মনোনয়নপ্রত্যাশী নেতাদের ফরম দেওয়া হবে।

এ ব্যাপারে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে জানান, সকাল ১১টা থেকে ফরম দেওয়া হবে। বিকেল ৫টা পর্যন্ত ফরম দেওয়া হবে।

শেয়ার করুন