বিকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা

0
202
Print Friendly, PDF & Email

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণার পরদিন আজ সোমবার কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি নেতারা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির চার সদস্য বিকাল ৩টায় পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

স্থায়ী কমিটির অন্য তিন সদস্য হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

সূত্র জানায়, মহাসচিবসহ চারজনকে সাক্ষাতের অনুমতির কথা জানানো হলে রবিবার রাতে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানেই নীতিনির্ধারকরা ঠিক করেন আজ সোমবার বিকেলে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন মহাসচিবসহ চারজন স্থায়ী কমিটির সদস্য।

বিডি প্রতিদিন/

শেয়ার করুন