রবিবার দুপুরে সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট

0
109
Print Friendly, PDF & Email

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রবিবার (১১ নভেম্বর ২০১৮) দুপুর ১টায় সিদ্ধান্ত জানাবে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার (১০ নভেম্বর ২০১৮) রাত ১০টার দিকে ঐক্যফ্রন্টের দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমকে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে ভোটে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাত ৯টার একটু আগে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, তানিয়া রব, সুব্রত চৌধুরী, জাফররুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। তবে অসুস্থতার কারণে ড. কামাল হোসেন ওই বৈঠকে ছিলেন না।

এদিকে একটি সূত্র জানায়, কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টের বৈঠকে যোগ দেয়ার আগে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাসায় সংক্ষিপ্ত বৈঠক করেন।

এর আগে সন্ধ্যায় প্রথমে বিএনপির স্থায়ী কমিটি ও পরে ২৩ দলীয় জোটের শীর্ষ নেতারাও জরুরি বৈঠকে করেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েই।

২৩ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেন, নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে জোট।

তিনি বলেন, জোটের প্রধান দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আগামী দুই দিনের মধ্যে। আমাদের প্রধান দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, সেটা এখনও পূরণ হয়নি। বিরোধী নেতাকর্মীদের হয়রানি না করার প্রতিশ্রুতি কাগজে-কলমে রয়ে গেছে। এখনও গ্রেফতার, মামলা অব্যাহত। এসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

রবিববারের মধ্যে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি ইসিকে (নির্বাচন কমিশন) জানাতে হবে, সেক্ষেত্রে ২৩ দল কী করবে- এমন প্রশ্নের জবাবে অলি বলেন, আমরা রোববার চিঠি দেব। সে চিঠির ভাষা হবে এমন, যদি আমরা নির্বাচনে যাই, তাহলে নিবন্ধিত দলগুলোর প্রতীক হবে নিজ দলের। আর অনিবন্ধিত দলগুলোর প্রতীক হবে বিএনপির প্রতীক।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার দাবিতে পাঁচ বছর আগে নির্বাচন বর্জনকারী বিএনপি এবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছিল। পাশাপাশি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবি ছিল তাদের।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের দাবির প্রতি কর্ণপাত না করার প্রেক্ষাপটে বিএনপিকে নিয়ে গত মাসে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। ঐক্যফ্রন্ট নেতাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গে দুই দফা সংলাপে বসেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংলাপে খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ সাত দফা দাবি তোলেন ঐক্যফ্রন্ট নেতারা।

তাদের দাবি নিয়ে কোনো সমঝোতা না হওয়ার মধ্যেই গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শেয়ার করুন