খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

0
198
Print Friendly, PDF & Email

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রাষ্ট্রীয় চক্রান্তে সাজা দেয়া এবং তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। : ঢাকা জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১-৩০টায় শাহবাগ মোড় থেকে শেরাটন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক সঞ্জয় কুমার দেসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রাষ্ট্রীয় চক্রান্তে সাজা দেয়া এবং তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে সোচ্চার কণ্ঠে মিছিলে মুহুর্মুহু স্লোগান দেন। দিনকাল রিপোর্ট :

শেয়ার করুন