: বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন এগিয়ে আসছে। আমরা অব্যাহত আলোচনা ও উন্মুক্ত মতবিনিময়কে উৎসাহিত করি, যা অবশ্যই অবাধ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হবে। একইসঙ্গে এটি বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগামী ২৩ ডিসেম্ব^র সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর এটিই এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম কোনও প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, উন্মুক্ত সংলাপ এবং মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ও মূল্যবোধকে সমর্থন করি, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশেরই নাগরিকদেরই পছন্দের।’ হাডসন ইন্সটিটিউটের থিংক-ট্যাংক হিসেবে দায়িত্ব পালন করছেন অপর্না পান্ডে। তিনি মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে ভারত একটি বড় ফ্যাক্টর। আসন্ন নির্বাচনেও এই প্রভাব বিদ্যমান থাকবে। : তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারতের নীতি, আসামের নাগরিক তালিকার মতো ইস্যুগুলো ভারত সম্পর্কে বাংলাদেশের জনগণের মতামতকে ইতিমধ্যেই প্রভাবিত করেছে। নির্বাচনি প্রচারণাতেও রাজনৈতিক দলগুলো এই ইস্যু ব্যবহার করবে। অপর্না পান্ডে বলেন, দিল্লি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় তাদের দৃষ্টিভঙ্গি থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা তাদের গুরুত্বপূর্ণ মিত্র। : তিনি বলেন, ভারত বিএনপিসহ বিরোধী দলগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করেছে। কিন্তু এটি একটি কষ্টসাধ্য কাজ। তার ভাষায়, ‘আওয়ামী লীগ ফের ক্ষমতায় গেলে নীতিগত ক্ষেত্রে খুব সামান্য পরিবর্তন হবে। যদি বিরোধী জোট ক্ষমতায় আসে তবে কিছু ক্ষেত্রে পরিবর্তনের ব্যাপারে দিল্লিকে প্রস্তুত থাকতে হবে। একইসঙ্গে এটাও মাথায় রাখতে হবে, বিরোধীরা ক্ষমতায় এলে বেইজিং হয়তো এ অঞ্চলে তার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করবে।’ বাংলাদেশে আসন্ন নির্বাচনে রাজনৈতিক চাপ দেশের মানবাধিকারকে কীভাবে প্রভাবিত করছে, এ ইস্যুতে আগামী ১৫ নভেম্ব^র কংগ্রেশনাল ব্রিফিংয়ের ঘোষণা দিয়েছে টম ল্যানটোস হিউম্যান রাইটস কমিশন (টিএলএইচআরসি)। এই কমিশন বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ মানবাধিকারের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রমবর্ধমান কঠিন সমস্যা মোকাবিলা করেছে। : মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় দেশটি থেকে পালিয়ে আসা প্রায় আট লাখ রোহিঙ্গা শরণার্থীকে সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্তে ইতিপূর্বে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দল ও বাকস্বাধীনতার চর্চাকারীরা সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় সুশীল সমাজ ভঙ্গুর অবস্থায় রয়েছে। একইসঙ্গে রয়েছে চরমপন্থা বেড়ে যাওয়ার মতো হুমকি। কমিশন বলছে, সংসদীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সারা দেশে রাজনৈতিক সহিংসতা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন ব্যাপকভাবে বেড়েছে। : গ্রহণযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতি নজর রয়েছে জাতিসংঘের। জাতিসংঘ চায়, আগামী নির্বাচন যেন সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয়। জেনেভায় জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এমন মন্তব্য করেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। প্রেস ব্রিফিংটি গতকাল ৯ নভেম্ব^র (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত মধ্যরাত) অনুষ্ঠিত হয়। : মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বশেষ তথ্য জাতিসংঘের নজরে রয়েছে এবং জাতিসংঘ তা পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ চায় যে, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হোক।’ : তিনি আরো বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ নিয়মিতভাবে খোঁজ-খবর রাখছে। নির্বাচনের পরিবেশ ঠিক আছে কিনা তা আমরা সময়মতো তুলে ধরব। নির্বাচন কমিশন গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৩ ডিসেম্ব^র ভোট অনুষ্ঠিত হবে।দিনকাল রিপোর্ট