৩২ পুরিয়া গাঁজাসহ শাবিতে গাঁজা যোগানদাতা আটক

0
198
Print Friendly, PDF & Email

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩২ পুরিয়া গাঁজাসহ এক গাঁজা যোগানদাতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে গাঁজা কেনাবেচার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় আরো পাচঁ বহিরাগত ও শাবির দশ শিক্ষার্থীকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ। পরে বহিরাগতদের জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং শাবি শিক্ষার্থীদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে গাঁজা যোগানদাতা সোয়াব আলীকে কৌশলে আটক করে প্রক্টরিয়াল বডি। এসময় তার কাছে মোট ৩২ পুরিয়া গাঁজা পাওয়া যায় যা একেকটি গড়ে ২৫ গ্রাম। তিনি নগরীর টিলারগাও এর বড়গুল এলাকার তিতাসা মাজার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে গাঁজা বিক্রি করেন।

পরবর্তীতে সোয়াব আলীর মোবাইল কল লিস্ট ও বিভিন্ন সূত্র ধরে যুগিপাড়া এলাকার মিলন মিয়া, শাবি ক্যাম্পাসের টং দোকানের কর্মচারী মইনুল মিয়া, এইচএসসি পরীক্ষার্থী অর্ঘ্য সরকার, নাজিরগাও এলাকার সালেহ আহমেদ ও পল্লাল আহমেদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, সোয়াব আলীর কাছ থেকে বিভিন্ন সময়ে গাঁজা কিনতে আসা দশ শাবি শিক্ষার্থীকেও আটক করা হয়। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মুরশিদুল মুকারাব্বিন, পদার্থ বিজ্ঞান বিভাগের সাজিদ মোস্তফা, একই বিভাগের এ এম আবু সাবিত, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা সোয়েব, একই বিভাগের ওমর ফারুক, বিএমবি বিভাগের আহমদুর রহমান, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ফাহাদ বিন আহমেদ, আশিক আরাফাত, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের খালিদ আল রাফি ও রাকিবুল ইসলাম। পরে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

প্রক্টর জহীর উদ্দিন আহমদ জানান, ‘আমরা অনেক দিন ধরেই সোয়াব আলীকে খুঁজছিলাম। বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিস্তৃত একটা এলাকায় মাদকদ্রব্য সরবারহ করতো সে। এছাড়া তার সহযোগী আরো কয়েকজনকে প্রশাসনের তৎপরতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

সার্বিক বিষয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাদক মানুষের চিন্তাশক্তিকে বিনষ্ট করে। বিশ্ববিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সবাইকে সর্বোচ্চ চেষ্টা করার আহবান জানান তিনি।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন