বিদ্রোহী প্রার্থী হলে আ.লীগ থেকে বহিষ্কার: কাদের

0
131
Print Friendly, PDF & Email

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা ও দেয়া নিয়ে ব্রিফিংকালে তিনি একথা জানান।

একই সঙ্গে বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বাচনে অংশ নেবে বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, দ্বিতীয় দিনের মতো শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন