কালিহাতীতে বাস চাপায় অটোরিকশাচালক নিহত

0
145
Print Friendly, PDF & Email
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : ইত্তেফাক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে শুক্রবার সকালে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সবুজ নামে এক যুবক নিহত হয়েছেন। সবুজ ওই অটোরিকশার চালক ছিলেন।
এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন অটোরিকশায় থাকা দুই যাত্রী। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে একটি অটোরিকশাকে চাপা দেয় । এতে অটোরিকশায়টি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক সবুজ নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা দুইযাত্রী গুরুতর আহত হন।
শেয়ার করুন