দুই হাতে আগলে মালাইকাকে বাঁচালেন অর্জুন

0
169
Print Friendly, PDF & Email

প্রকাশ্যে প্রেম করছেন অর্জুন কাপুর আর মালাইকা আরোরা। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি ১২ বছরের বড় মালাইকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন। বহুদিন ধরেই বলিউডে অর্জুন-মালাইকা প্রেমের গুঞ্জন চলছিল। নিন্দুকের মতে, অর্জুনের জন্যই নাকি আরবাজ খানের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন মালাইকা। এবার শুধু চার হাত এক হওয়ার পালা।

এতদিন বেশ চলছিল গোপনে-গোপনে। কিন্তু এখন আর কোনও রাখঢাক নেই। প্রকাশ্যেই হাত ধরাধরি করে ঘুরছেন মালাইকা-অর্জুন। দীপাবলি পার্টিতেও একসঙ্গে হাজির এই যুগল। বিমানবন্দরেও ক্যামেরাবন্দী হয়েছেন মালাইকা-অর্জুন। এবার তো একেবারে রক্ষণাত্মক রূপে আসরে নামলেন অর্জুন কাপুর। পাপারাৎজিদের হাত থেকে হবু স্ত্রীকে বাঁচাতে প্রায় জড়িয়ে ধরলেন তিনি।

গত মঙ্গলবার সাদা স্লিভলেস ট্যাঙ্ক টপ ও জিনসে মালাইকা ছিলেন একেবারে ক্যাজুয়াল লুকে। অর্জুন পরেছিলেন সাদা-কালো গ্রাফিক হুডি। মুম্বাইয়ের বান্দ্রায় এক অভিজাত রেস্তোরাঁর সামনে তাকে দেখতে পেয়েই ছেঁকে ধরলেন ক্যামেরাম্যানরা। ঠিক তখনই প্রেমিকাকে বাঁচাতে গিয়ে দু’হাত দিয়ে তাকে আগলে রাখতে দেখা গেল অর্জুনকে।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন