অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৬ দালালসহ আটক ৩৯

0
188
Print Friendly, PDF & Email

মালয়েশিয়া যাওয়ার পথে আটককৃতরা। ছবি : ইত্তেফাক
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৬ দালাল ও অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ জনকে আটক করেছে। এ ঘটনায় একটি ট্রলার জব্দ করা হয়।

জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের স্টেশন কমান্ডার ফাইজুল ইসলামের নেতৃত্বে জওয়ানেরা টহল দেয়ার সময় পশ্চিম বঙ্গোপসাগরে একটি ট্রলার দেখতে পেয়ে ধাওয়া করে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আটককৃত স্বীকার করেন ৬ জন দালালের মাধ্যমে তারা সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিল।

আটককৃতদের মধ্যে ৬ জন মানব পাচারকারী দালাল, ১০ জন রোহিঙ্গা নারী, ১০ রোহিঙ্গা জন পুরুষ, চারজন বাংলাদেশি পুরুষ ও ৯ জন শিশু।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে পাঠানো পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। এছাড়া দালালদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন