প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের প্রতিনিধিরা। ছবি : ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টা ১০মিনিটে গণভবনে এই সংলাপ শুরু হয়।
সংলাপে ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের ১১ জন প্রতিনিধি সংলাপে প্রতিনিধিত্ব করছেন।
গত ১ নভেম্বর দু’পক্ষের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফা সংলাপে কার্যকর কিংবা ‘বিশেষ কোনো সমাধান’ না আসায় ঐক্যফ্রন্টের আগ্রহেই আজ আবারো সংলাপ হচ্ছে।
‘সীমিত পরিসরে’ আবারও সংলাপ চেয়ে রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এতে সাড়া দেন প্রধানমন্ত্রী। আজকের সংলাপেও সরকারি দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।