টেকনাফ হোয়াইক্যং থেকে ‘মাদক ব্যবসায়ী’র লাশ উদ্ধার

0
183
Print Friendly, PDF & Email

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাজার সংলগ্ন ঢালা হতে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর ছেলে আলী হোসেন ওরফে সোনা মিয়া (৪৮)।

পুলিশ জানায়, বুধবার ভোরে উপজেলার হোয়াইক্যং বাজার সংলগ্ন ঢালয় দুই গ্রুপের গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। সেই সাথে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত রায় সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় সনাক্ত করে নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই নৃশংস ঘটনার সূত্রপাত হতে পারে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/

শেয়ার করুন