মির্জাপুরে ব্রিজ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ

0
183
Print Friendly, PDF & Email

মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্যা-মাঝালিয়া রাস্তার লৌহজং নদীর উপর গুনটিয়া চরপাড়া ঋষিপাড়া এলাকায় একটি পাকা ব্রিজ না হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এই নদীর উপর পাকা ব্রিজ না হওয়ায় এলাকার হাজার হাজার জনসাধারণকে ৬-৭ মাইল ঘুরে উপজেলা সদর ও জেলা সদরে আসতে হচ্ছে। অথচ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি পাকা ব্রিজের। গতকাল শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে নরবরে বাঁশের সাঁকো দিয়ে লোকজন যাতায়াত করছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়ন, বানাইল ইউনিয়ন, পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলা সদর ও ডুবাইল ইউনিয়ন বাসির দীর্ঘদিনের দাবি গুনটিয়া চরপাড়া ঋষিপাড়া নদীর ঘাটে একটি পাকা ব্রিজ নির্মাণের। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ প্রতিশ্রুতি দিয়ে আসছেন এখানে পাকা ব্রিজ নির্মাণ হবে। কিন্তু তাদের সে প্রতিশ্রুতি আজো বাস্তবায়ন হয়নি। ফলে এলাকাবাসীকে বর্ষা মৌসুমে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নরবরে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকির মধ্যে যাতায়াত করতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাটিয়াচড়া, পাকুল্যা, চুকুরিয়া, মাঝালিয়া, পানিশাইল, গ্রামাটিয়া, পাইকপাড়া, ধানকিসহ দেলদুয়ার উপজেলার ১০-১২টি গ্রামের মানুষের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের শেষ নেই বলে ভুক্তভোগিরা অভিযোগ করেন।

দুই নং জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, গুনটিয়া চরপাড়া এলাকায় একটি পাকা ব্রিজ নির্মাণ অতি জরুরি হয়ে পড়েছে। একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, এলজিইডিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত পাকা ব্রিজ নির্মাণ হয়নি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেন, গত ৯ বছরে মির্জাপুর উপজেলার প্রতিটি এলাকায় বিদ্যুত্ ব্যবস্থার উন্নয়ন, পাকা ব্রিজ, কালভার্ট, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ যোগাযোগ ব্যবস্থার সুষম উন্নয়ন করা হয়েছে। জামুর্কি ইউনিয়নের লৌহজং নদীর গুনটিয়া চরপাড়া খেয়াঘাট এলাকায় একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য সকল প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির পক্ষ থেকে সার্ভে করা হয়েছে। অল্প দিনের মধ্যেই এখানে পাকা ব্রিজ নির্মাণ হবে বলে তিনি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, সংসদ সদস্যের একান্ত প্রচেষ্টায় গুনটিয়া চরপাড়া ঋষিপাড়া খেয়াঘাট এলাকায় অচিরেই একটি পাকা ব্রিজ নির্মাণ হবে।

শেয়ার করুন