সমৃদ্ধশালী দেশ গড়তে আবারও নৌকায় চাইলেন ভোট বঙ্গবন্ধুর ভাতিজা

0
117
Print Friendly, PDF & Email

জনসভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন। ছবি: ইত্তেফাক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। দেশের এই সমৃদ্ধি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে তথা দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে।’

শুক্রবার বিকাল ৩ টার দিকে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু পাকিস্তানের দোষর ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য সজাগ থাকতে হবে।’

শেখ হেলাল বলেন, ‘সব ধরণের যড়যন্ত্র মোকাবিলা করে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। সামনে নির্বাচন আপনারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন এবং নৌকার পক্ষে ভোট চান।’

নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হেসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের পরিচালনায় এ সময় বক্তব্য দেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. রাশেদ শেখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা এম এ খসরু আহমেদ উকিল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন