খালেদা জিয়ার সাজা বাতিলের দাবিতে অনশনে বিএনপি

0
113
Print Friendly, PDF & Email

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে ঢাকার মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনশন করছে দলটির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে অনশন কর্মসূচি। চলবে বিকেল ৪টা পর্যন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য দেন। অনশন কর্মসূচিতে আরও উপস্থিত আছেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ আর অনেকে।

অনশন কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ও এর আশেপাশের এলাকা থেকে বিএনপির ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে জড়ো হচ্ছেন ।
স্টাফ রিপোর্টার

শেয়ার করুন