সিরাজগঞ্জ : যমুনা নদীর ক্রসবার-৩ এর বাঁধের প্রতিরক্ষায় নির্মিত লাঞ্চিং অ্যাপ্রোনের প্রায় ৭০ মিটার এলাকাজুড়ে আবারো ধস দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে মতি সাহেবের ঘাট এলাকায় যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ গোড়ায় এ ধস দেখা দেয়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, সিরাজগঞ্জ শহরকে যমুনার ভাঙন থেকে রক্ষা করতে নদীর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে চারটি ক্রসবার বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে ক্রসবার-৩ বাঁধটি শহরের নিকটবর্তী। ভাঙন ঠেকাতে ওই বাঁধের গোড়ায় তৈরি করা লাঞ্চিং অ্যাপ্রোনে বুধবার সকালে ধস দেখা দিয়েছে। প্রায় ৭০ মিটার এলাকাজুড়ে সিসি ব্লক ও পাথর দেবে গেছে এবং ধসে গেছে। এছাড়া বাঁধের সামনের চরের কিছু অংশ ধসে গেছে। খবর পেয়ে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ধস ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। এ ধসের কোনো প্রভাব বাঁধের ওপর পড়বে না। স্টাফ রিপোর্টার