জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন, সংলাপে বিশেষ কোনো সমাধান আমরা পাইনি। সংলাপে আমাদের দাবি, অভিযোগের কথা শোনার পর প্রধানমন্ত্রী লম্বা বক্তৃতা দিলেন। কেবল সভা-সমাবেশের বিষয়েই তিনি একটি ভালো কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বেইলি রোডের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা। সংলাপ শেষ হয় রাত সাড়ে ১০টায়। সংলাপে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মো. মনসুর।
বিডি-প্রতিদিন/