সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে আ’লীগ সন্ত্রাসীদের হামলা ভাঙচুর আগুন

0
190
Print Friendly, PDF & Email

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ইবি রোডে এ ঘটনা ঘটে। হামলা-ভাঙচুরের জন্য বিএনপি নেতারা আওয়ামী লীগকে দায়ী করলেও আওয়ামী লীগের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তবে পুলিশ ও স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। : জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপির কোনো নেতাকর্মী অফিসে ছিল না। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন। : জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ায় সোমবার সন্ধ্যায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের বাড়িতে পেট্রলবোমা হামলা করে। ওই ঘটনায় শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলে আমিও ছিলাম। দলের কোনো নেতাকর্মী কোনো হামলা করেনি। বিএনপি মিথ্যা অভিযোগ করছে। : সদর থানার পরিদর্শক (অপারেশন) নূরুল ইসলাম জানান, আওয়ামী লীগের মিছিলের পিছনের অংশের নেতাকর্মীরা বিএনপি অফিসে ইট-পাটকেল নিক্ষেপ-ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সিরাজগঞ্জ জেলা বিএনপির অফিসে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম : রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেছ আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু, গাজি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, রকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সুইট ও মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন। : :

শেয়ার করুন