বাংলাদেশে বর্তমানে সক্রিয় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ১১ লাখ ৯০ হাজার। গত আগস্ট মাসে এই সংখ্যা ছিল ৯ কোটি ৫ লাখ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) একটি প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের মোবাইল বেস ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৮ কোটি, ৫৩ লাখ ৮০ হাজারে পৌঁছেছে, যা আগস্টে ছিল ৮ কোটি ৪৬ লাখ ৮০ হাজার।
সেপ্টেম্বরে ফিক্সড লাইন ইন্টারনেট ব্যবহারকারীর বেস ছিল ৫৭ লাখ ৩০ হাজার। তবে আগস্ট মাসে ওয়াইম্যাক্স বেস গ্রাহকের সংখ্যা ৮৩ হাজার। সেখান থেকে সেপ্টেম্বরে তিন হাজার হ্রাস পেয়েছে। বর্তমানে ওয়াইম্যাক্স বেস গ্রাহকের সংখ্যা ৮০ হাজার