দাকোপে সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তা নিহত

0
141
Print Friendly, PDF & Email

খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাসুম বিল্লাহ (৪৫) নামের এক শিক্ষা কর্মকর্তা।
|আরো খবর

পরিবহন ধর্মঘট, বাড়ছে সবজির দাম
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু
দুষ্ট লোক ইভিএমের ক্ষতি করার চেষ্টা করবে : সিইসি

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাওয়ার সময় বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া এলাকার বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, সকালে অফিসে যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলেন শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ। সাচিবুনিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মাসুম বিল্লাহ দাকোপ উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

লবনচরা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন