খালেদা জিয়া খালাস পাবেন: রিজভী

0
134
Print Friendly, PDF & Email

দেশে নূনতম আইনের শাসন থাকলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতির কাল্পনিক যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অবাস্তব। এখানে কোনও দুর্নীতি হয়নি। খালেদা জিয়া ও তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে এতে জড়ানো হয়েছে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তাঁকে সঠিক চিকিৎসাও দেওয়া হচ্ছে না। সরকারকে বলতো অতিসত্বর খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।

তিনি বলেন, ২০০৬ সালে ২৮ অাগষ্ট লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার হবে, অার বেশি দিন বাকী নেই। নৌকার পক্ষে ডিজিটাল ভোট জালিয়াতির জন্য আরপিও সংশোধনের মাধ্যমে ব্যপকভাবে ইভিএম ব্যবহারের তোরজোর শুরু করেছে সরকার।

দেশের গনতন্ত্রকামী মানুষ সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়ন হতে দেবেনা না বলেও হুশিয়ারী দেন তিনি।

নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ইচ্ছা পুরণে নিরন্তন কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, সীমিত অাকারে নয়, ইভিএম কেনার আয়োজন দেখে মনে হচ্ছে ব্যাপক ভাবে সেটি ব্যবহার

শেয়ার করুন