পুলিশের বাধা উপেক্ষা করে সারাদেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
138
Print Friendly, PDF & Email

: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে দলের নেতাকর্মীরা। বিভিন্নস্থনে পুলিশের বাধা উপেক্ষা করে অনুষ্ঠান আয়োজন করে। : বগুড়া : বগুড়া অফিস জানায়, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন বগুড়ায় যুবদলের নেতা-কর্মীরা। শনিবার সকাল থেকেই শহরের নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের দিকে বিভিন্ন থানা, পৌর এবং ওয়ার্ড থেকে হাজার হাজার যুবক মিছিল নিয়ে তাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ফরমায়েশি সাজা প্রত্যাহার চাই স্লোগান দিতে থাকে। বেলুন উড়িয়ে যুবদলের শুভ জন্মদিনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। কেক কর্তন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বগুড়া পৌর মেয়র অ্যাড. এ. কে.এম মাহবুবর রহমান বলেন, লুটপাট ও স্বৈরতন্ত্রের আওয়ামী রাজনীতি এ দেশের মানুষ বর্জন করেছে। জাতীয় ঐক্যফ্রন্টের জন¯্রােত দেখে সরকার বিকলাঙ্গ হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে কোন ধোঁয়াশার সৃষ্টি করা হলে জনবিস্ফোরণে সরকার ছিন্নভিন্ন হয়ে যাবে। অচিরেই এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, সিনিঃ সহ-সভাপতি ফজলুল বারি তালুকদার বেলাল, যুবদলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম সম্পাদক মাসুদ রানা মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন মাহফুজুল হক টিকন, মোয়াজ্জেম হোসেন হিটলু, এ্যাড. বিদ্যুত, আঃ হালিম, আকতারুজ্জামান, অধ্যক্ষ শাহীন, ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, আলাল মোল্লা, লাবু, আ. মান্নান, জহুরুল ইসলাম ফুয়াদ, আলী হায়দার মিঠু, মাসুদুর রহমান মাসুদ। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নজু, মহররম হোসেন টপিন, আনোয়ার হোসেন সান্টু, আ. জলিল, আলতাফ, স্বপন, ইঞ্জিঃ আপেল, রঞ্জন দাস, আলেকজান্ডর, সেলিম, জিতু, জালাল, মিনাজুল, সুনাম, লাবন, মমিন আকন্দ, রানা মন্ডল, রনি, হালিম, রুহুল আমিন, তন্ময়, রেজাউল, সঞ্জয়, পারভেজ বাবু, রাজিব, রাজা, ফারুক, জুয়েল শেখ, জাহেদ, হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। : রংপুর : স্টাফ রিপোর্টার, রংপুর জানায়, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুরে যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রংপুর মহানগর যুবদল। গতকাল দুপুরে নগরের গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের করলে মূল ফটকে আটকিয়ে দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মহানগর যুূবদলের সভাপতি মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ প্রমুখ। সভায় বক্তারা আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, কোন নীল নকশার নির্বাচন করার চেষ্টা করা হলে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে গোটা রংপুর বিভাগ অচল করে দেয়া হবে। : ফরিদপুর : ফরিদপুর প্রতিনিধি জানান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের ১৬ কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এ স্বৈরাচারী হাসিনা সরকার একটি মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে তাকে কারাগারে বন্দি করে রেখেছে। যুবদলের এ প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিতে হবে যে, আমাদের মাঠে থাকতে হবে এবং আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, খালেদা জিয়াকে নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। শামা ওবায়েদ ইসলাম রিংকু জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে এক আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। : শনিবার বেলা ১১টায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির, সহ-সভাপতি শহীদ পারভেজ, মোস্তাক হোসেন বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম-সম্পাদক ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গির হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শামিম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি কে.এম জাফর, আরমান হোসেন, চৌধুরী মাসুদুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ । : বরগুনা : বরগুনা প্রতিনিধি জানান, বরগুনায় যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক, সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল হালিম, প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, বিশেষ বক্তা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল। এ ছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঈনুদ্দিন, হাবিবুর রহমান পান্না, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, শফিকুজ্জামান মাহফুজ, জেলা শ্রমিকদলের সভাপতি গোলাম হায়দার হাদী, জেলা তাঁতীদলের সভাপতি আবুল বাশার রিয়াজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামাদলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী মুছুল্লী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আহসান হাবিব স্বপন। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। : সিংড়া : সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় যুবদলের ৪০ বছর পূর্তিতে র‌্যালি ও আলোচনা সভা করেছে সিংড়া উপজেলা ও পৌর যুবদল। শনিবার সকাল সাড়ে ১০টায় কোর্ট মাঠ এলাকায় একটি র‌্যালি বের হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। : সিংড়া উপজেলা যুবদলের সভাপতি তায়েজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাবু, থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম জান্টু, সহ-সাধারণ সম্পাদক এমএ কবির বাবুল, প্রচার সম্পাদক এমএ হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম, শহর ছাত্রদলের সভাপতি আতাউল গনি পলাশ প্রমুখ। : আত্রাই : আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। : শনিবার বেলা ১২টায় আত্রাই থানা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দুপুরে উপজেলা রেজিটারী অফিস সংলগ্ন মিল চত্বরে থানা যুবদলের সভাপতি একরামুল বারী রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু। : সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু, আহ্বায়ক কমিটির সদস্য তসলিম উদ্দিন, আবুল হোসেন, আব্দুল হাকিম, এসএম ফারুক বখত, এসএম মঞ্জরুল আলম মঞ্জু, আব্দুল জলিল চকলেট, এমাদুল হক পিন্টু, আব্দুল মান্নান সরদার, জাহাঙ্গীর আলম মিঠু, পারভেজ ইকবাল, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির রতন, মহিলা নেত্রী মেরিনা বেগমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ। : গাইবান্ধা : গাইবান্ধা প্রতিনিধি জানান, জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক ও দলীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয় চত্বরে জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, যুগ্ম সম্পাদক মোকছেদুর রহমান চৌধুরী, সুন্দরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, বিএনপি নেতা রেজাউল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু, দফতর সম্পাদক নোমান সরকার, গোবিন্দগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর দিলরুবা পারভীন ঝর্না, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, মাহমুদুর রহমান রতন, আব্দুর রহমান, আতাউর রহমান, যুবদল সন্দুরগঞ্জ উপজেলা সভাপতি ইফতেখার হোসেন পাপেল, ফরহাদ কবির ফুয়াদ, ফরিদুল ইসলাম, আহমেদ কবীর শাহীন, সাঘাটা যুবদল সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, শোয়েব সরকার প্রমুখ। : অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহম্মেদ বলেন, এই সরকার সংবিধানের দোহাই দিয়ে সংবিধান লঙ্ঘন করে চলছে পদে পদে। সংবিধানের ৭ ধারা অনুয়ায়ী গণতন্ত্রের মালিক জনগণই। আওয়ামী লীগ এই ভোটের অধিকার হরণ করছেন এবং সংবিধান লঙ্ঘন করছেন। সংবিধানের ১১ ধারা বলে জনগণের মানবাধিকার সংরক্ষিত থাকবে কিন্তু বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগ। সংবিধানের ৩৫ ধারায় বলা হয়েছে, কোন নির্যাতন, নিপীড়ন করে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে স্বীকারোক্তি করা যাবে না, রিমান্ডের নামে নির্যাতন করা যাবে না, সরকার সেই সাংবিধানিক অধিকারও ছিনিয়ে নিয়েছেন। : দিনাজপুর : স্টাফ রির্পোটার, দিনাজপুর জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দিনাজপুরে আওয়ামী লীগের ভরাডুবি হবে। জনগণ শেখ হাসিনার লুটপাটের রাজত্ব আর দেখতে চায় না। : গতকাল জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। দিনাজপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান রাসেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর ািবভাগ) দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহবায়ক লুৎফর রহমান মিন্টু, যুগ্ম-আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, মাহবুব আহম্মেদ, আখতারুজ্জামান জুয়েল, অ্যাড. আনিছুর রহমান ও জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক সম্পাদক আবুজার সেতু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুলসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ। আলোচনা সভায় যুবদলের সকল নেতাকর্মী অংশগ্রহণ করেন। : আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিরোধী দলের সভা সমাবেশ বন্ধ করে দিয়ে শেখ হাসিনা এক তরফা নির্বাচন করতে চায়। কারণ জনগণের প্রতি তার আস্থা নাই। কারণ উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশে পুলিশী, জেল-জুলুম, নির্যাতন, নিপীড়ন ও গায়েবি মামলার রাজত্ব কায়েম করেছে। ষোল আনা নয় চারআনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলেও আওয়ামী লীগের কোনো প্রার্থী বিজয়ী হতে পারবে না। জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আলোচনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার আন্দোলন সফল করেই নেতাকর্মীরা ঘরে ফিরবে। যুবদলের প্রতিটি নেতাকর্মী যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত। আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশত্রেী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজত করা হয়। : শরীয়তপুর : শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে ধানুকা এলাকায় শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান মাদবর। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ খান। : বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক আহবায়ক অ্যাড. মোঃ মোসলেম খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, আইনজীবী ফোরাম নেতা অ্যাড. সেলিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক ওয়ালী উল্যাহ খান, কাজী মাসুদ, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, পৌরসভার সভাপতি কামাল ঢালী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আ. সালাম মাঝী, পৌরসভার সাধারণ সম্পাদক খবির সিকদার, পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ, সদর উপজেলা সহ-সাধারণ সম্পাদক নাসির জমাদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক রফিক সরদার, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্যা, কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক ইসহাক, সাংগঠনিক সম্পাদক সাব্বির প্রমুখ। : এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ খান বলেন, বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করে। তাই বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও ক্ষমতায় এসে জনগণের কাঙ্খিত গণতন্ত্র ফিরিয়ে দেবে। এজন্য দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবির আন্দোলনে শরিক হতে হবে। এছাড়াও তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রত্যাহার দাবি করেন। : জামালপুর : জামালপুর প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে সমাবেশের আয়োজন করে জেলা যুবদলের নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে স্টেশন বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লোকমান আহাম্মেদ খান লোটন, যুবদল নেতা তরিকুল হায়দার তুষার, শফিকুল ইসলাম শফিক, রমজান আলী, জিয়াউল হক জিয়া, বুলবুল আহম্মেদ, এনামুল হক স্বপন, খন্দকার মামুনুর রশিদ বাবু ও মঞ্জুরুল কবির মঞ্জু। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সাতদফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় তারা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার হুঁশিয়ারি দেন। : পাবনা : পাবনা প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও একুশে আগস্ঠ গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের জড়ানোর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেনেড হামলার রায় প্রত্যাহারসহ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখা। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে এই আহবান জানানো হয়। : শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খ- খ- মিছিল এসে দলীয় কার্যালয়ে সমবেত হয়। পরে জেলা বিএনপি কার্যালয় থেকে মূল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, লাঠিচার্জ করে ও ব্যানার কেড়ে নেয়। এসময় যুবদলের ৭ নেতাকর্মী আহত হয় বলে দলীয় সূত্রের অভিযোগ। শেষে দলীয় কার্যালয় চত্বরে জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমেল রানার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু ওবায়দা শেখ তুহিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ মাসুম বগা এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম। বিশেষ বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন বাবু, সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান শাহিন। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, অ্যাড.মাসুদ খন্দকার, যুগ্ম-সম্পাদক আবু বক্কর সিদ্দিক মুকু, আব্দুল হালিম সাজ্জাদ, ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, আনিসুল হক বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, পৌর যুবদলের সভাপতি মনোয়ার হোসেন মুন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাসেলসহ নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাহারের দাবি জানান। একই সাথে চেয়ারপারসনের বিশেষ সহকারী গণমানুষের নেতা অ্যাড. শিমুল বিশ্বাসের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। : ময়মনসিংহ : ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথক আয়োজনে বিশাল র‌্যালি করেছে যুবদল নগর ও জেলা শাখা। শনিবার সকালে ও দুপুরে পৃথক স্থানে এসব র‌্যালি অনুষ্ঠিত হয়। : জানা যায়, সকালে নগরীর দলীয় কার্যালয় এলাকায় দক্ষিণ জেলা যুবদল সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে র‌্যালি করে যুবদল। এতে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, বিএনপি নেতা রতন আকন্দ, শামীম আজাদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবীর মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, তানভীর শাহ প্রমুখ। অপরদিকে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু ও সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের নেতৃত্বে র‌্যালি শেষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক আমজাদ আলী, অ্যাড. এম.এ হান্নান, রতন আকন্দ, মাহবুব হোসেন পাপন, শামীম আজাদ, আবু সাঈদ, তানভীরুল ইসলাম টুটুল, মোমেন, আবু দাউদ রায়হান, শহীদুল ইসলাম দুলাল, আ: মান্নান প্রমুখ। একই ইস্যুতে ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি ভিপি শামছুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের নেতৃত্বে নগরীর চরপাড়া এলাকায় একটি র‌্যালিতে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবনেতা সৈয়দ তৌফিক, বিপ্লব, সানোয়ার প্রমুখ। : সিরাজগঞ্জ : স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ জানান, শনিবার সিরাজগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা যুবদল। ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টার সময় ভাসানি মিলনায়তন চত্বরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং আকাশে বেলুন উড়িয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শুরু করা হয়। শহর ও শহরতলী থেকে নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যুবদলের সমাবেশে যোগ দেয়। সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে সমাবেশে জেলার প্রাক্তন যুবদল নেতাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্বর্ধিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেছ আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবর রহমান লেবু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামানসহ অন্যরা। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি গাজি আজিজুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুগ্ম-হারুন অর রশিদ খান হাসান, রকিবুল হাসান রতন। সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান। বক্তারা বলেন, সংসদ নির্বাচনের আগেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সরকারকে পদত্যাগসহ সাত দফা মেনে নিতে হবে। জাতীয় দাবি সাত দফা না মেনে ৫ জানুয়ারির মতো আরো একটি ভোটারবিহীন একতরফা কোনো প্রহসনের নির্বাচন গণতন্ত্রপ্রিয় জনগণ মেনে নিবে না। যুবদলের সমাবেশে যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ময়নাল হোসেন, পৌর যুবদলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক আলামিন পরামানিক, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন। এ সময় আরো উপন্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর আলম, মিলন ইসলাম খান, পৌর কাউন্সিলর আল্উাদ্দিন, বিএনপি নেতা রেজাউল জোয়ারদার, তাজ মোহাম্মদ, লুৎফর রহমান, কৃষকদলের আহবায়ক সাইদুল ইসলাম খান আলো, জেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলামসহ আরো অনেকে। : মাগুরা : মাগুরা প্রতিনিধি জানান, জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা যুবদল সমাবেশ ও কেক কাটার মধ্যদিয়ে উদযাপন করেছে। সমাবেশে যোগ দিতে আসার পথে মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সজিবুল হোসেনকে মোটরসাইকেলসহ শহরের মীরপাড়া মোড় থেকে পুলিশ আটক করেছে। : গতকাল শনিবার সকাল ১১টায় মাগুরা জজ কোর্টের সামনে জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আকতার হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি আইয়ুব হোসেন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলন্বে খালেদা জিয়ার মুক্তি এবং নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন। : তারাকান্দা : তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার উপজেলা যুবদলের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। তারাকান্দা উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচন সভায় তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক এস. এম আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, মাহাবুর রহমান মোস্তফা, জুবায়ের হোসেন তালুকদার, যুবদলের যুগ্ম-আহবায়ক আশিকুর ইসলাম নয়ন, জহিরুল ইসলাম জুয়েল, মজনু, ফরিদ, ফজলুল হক, রায়হান, মোস্তুফা, সারোয়ার প্রমুখ। : রাণীনগর : রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, বাংলাদেশ (জাতীয়তাবাদী) যুবদল নওগাঁর রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার দলীয় কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। : এদিন সকাল ১০টায় রাণীনগর উপজেলা দলীয় কর্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। এরপর রাণীনগর উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল হক এমদাদ-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আল ফারুক জেমস্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক এ. কে. এম জাকির হোসেন, য্গ্মু-সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, রুকনুজ্জামান রুকু, মেজবাউল হক লিটন, যুবদলের সহ-সভাপতি বেদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক শরিফ মাহমুদ সোহেল, স্বেচ্ছাসেবক দলের নেতা বেলাল হোসেন প্রমুখ। : : দিনকাল ডেস্ক :

শেয়ার করুন