বেনাপোলে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

0
157
Print Friendly, PDF & Email

বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সেলিম হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের সদস্যরা।

রোববার (২১ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান, গোপন সূত্রে জানা যায়, একজন ইয়াবা ব্যবসায়ী শিবনাথপুর বারোপোতা এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ সেলিম হোসেনকে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবাসহ সেলিমকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল সংবাদদাতা :

শেয়ার করুন