ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিত্রনায়িকা পূর্ণিমা

0
217
Print Friendly, PDF & Email

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি পদবামপাল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল বুধবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন

ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়ে পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল জানান, ‘কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল পূর্ণিমা। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইদিন আইসিইউতেও ছিল।’

সেই ফেসবুকে স্ট্যাটাসে তিনি আরও জানান, চিকিৎসকরা ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন। তবে দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন