স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম- ফাইল ছবি
বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনারা ২০ দলীয় কেন, একশ’ দলীয় জোট করুন, অসুবিধা নেই। কিন্তু অহেতুক ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত করবেন না।
আপনাদের স্পষ্ট করে বলতে চাই- নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত সহ্য করা হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়ে হবেই হবে। নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।
সোমবার রাজধানীর শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসপাতালে আইসিইউ, এইচডিইউ, অপারেশন থিয়েটারের উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐক্যফ্রন্টের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আপনারা সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছেন।
গণতান্ত্রিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হচ্ছে না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, অতীতে নির্বাচন বানচালের নামে জ্বালাও-পোড়াও করে মানুষকে হত্যা করেছেন। তা মানুষ ভুলতে পারে না। গণতান্ত্রিক অধিকার ভোগ করেন কোনো অসুবিধা নেই। জনগণের গণতান্ত্রিক অধিকার আপনারা হরণ করতে পারেন না।
বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশে নির্বাচনের আমেজ বইছে। আপনারা এখন দাবি উত্থাপন করছেন। কেন এসব করছেন? অযথা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত না করে নির্বাচনে আসুন, জনগণ যে রায় দেবে আমরা তা মেনে নেব। নির্বাচনে কে এলো আর কে এলো না সেটি বড় কথা নয়, জনগণ ভোট দিতে আসবে। তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এবার নির্বাচনে উৎসব হবে।
সমকাল প্রতিবেদক