যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের সঙ্গে একটি ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পাঁচকবর এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অভয়নগর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মহসিন আলী জানান, ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। অপর দিকে ঘাট এলাকা থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট১৪-০৩২১) যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য নোয়াপাড়া রেলস্টেশন পার হচ্ছিল।
এসময় রেলস্টেশনের পাঁচকবর এলাকায় ওই ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশনমাস্টার মহসিন আলী আরও জানান, খুলনা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। মেরামতের কাজ শেষ হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।যশোর প্রতিনিধি
|