২৬ অক্টোবর নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার নিয়ে সিদ্ধান্ত: কাদের

0
126
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে তা আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এ সময় ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, সাইজ ছোট হলেও দু’একজন যুক্ত হতে পারে, বিদ্যমান থাকলেও দু’একজন যুক্ত হতে পারে বলে আমার ধারণা।

বিডি প্রতিদিন/

শেয়ার করুন