অতীতকে পেছনে ফেলেই তো বর্তমানের ভেলা ভেসে যায় জীবন নদীর জলে। বর্তমান ছুটে চলে ভবিষ্যতের দিকে। তবুও জীবনের পথে, মাঝে মাঝেই অতীত এসে হানা দেয় বর্তমানের দরজায়। তখন সবাই স্মৃতিতে খুঁজে ফেরেন ফেলে আসা সুবর্ণ সময়।
২০ বছর আগের একটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যেন ডুবে গেলেন নিজের ফেলে আসা দিনগুলোতে।
ফেসবুক স্ট্যাটাসে শাওন লিখেছেন, ‘২০ বছর আগের একদিন, শ্রাবণ মেঘের দিন। ভাটি অঞ্চলের সোনার কইন্যা। কইন্যার চিরল বিরল চুল। দুই চোখে তার আহারে কি মায়া। কইন্যা ভুল করিস না।’
এই স্ট্যাটাসের সঙ্গে মায়াবী শাওনের স্থিরচিত্র দেখার পর কাউকে বলে দিতে হবে না, এটা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার স্থিরচিত্র। সেই ছবিটিতে অভিনয় করেছিলেন শাওন।
হুমায়ূন আহমেদের পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিন’। এই ছবিটি তখন বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ভাবনা, নতুন মাত্রা যোগ করেছিল। ২০০০ সালে মুক্তি পায় ‘শ্রাবণ মেঘের দিন’। ছবিটি সাতটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
শ্রাবণ মেঘের দিন ছবিতে অভিনয় করেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, মুক্তি, গোলাম মুস্তাফা, আনোয়ারা, শামীমা নাজনীন, সালেহ আহমেদ, ডা. এজাজুল ইসলামসহ অনেকে।আরটিভি অনলাইন রিপোর্ট
|