দফায় দফায় পুলিশি বাধায় লেবার পার্টির সমাবেশ পণ্ড রাজনৈতিক কর্মী দমনে সরকার গায়েবি মামলা করছে : ফখরুল

0
125
Print Friendly, PDF & Email

: রাজনৈতিক কর্মী দমনেই সরকার গায়েবি মামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দুপুরে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান খোকনের জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আজকের এই সময়ে আমরা গণতান্ত্রিক সমস্ত অধিকার থেকে বঞ্চিত, আমাদের সভা করতে দেয়া হয় না, একটা মিটিংও করতে দেয়া হয় না। গায়েবি মামলা দিয়ে সরকার রাজনৈতিক কর্মীকে হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত। এই সময়ে আবু সাঈদ খান খোকনের মতো নিবেদিতপ্রাণ একজন গণতান্ত্রিক কর্মী চলে যাওয়া নিঃসন্দেহে বিরাট শূন্যতা সৃষ্ট করবে। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। : মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব। গত রাতে ইউনাইটেড হাসপাতালে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান খোকন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। : নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে আবু সাঈদ খান খোকনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন। : জানাজার পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দ তার কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দাফন করার জন্য খোকনের কফিন বনানী কবরাস্থানে নিয়ে যাওয়া হয়। খোকনের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শোকবার্তায় তার আত্মার মাগফিরাত করেন। : অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান খোকনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন আদর্শনিষ্ঠ, উদ্যমী ও যোগ্য নেতাকে হারালো, যার স্থান অপূর্ণ থেকে যাবে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন ও বহুদলীয় গণতান্ত্রের চেতনায় উদ্বুদ্ধ ছিলেন মরহুম আবু সাঈদ খান খোকন। তাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে দৃঢ়চেতা সৈনিকের ন্যায় মরহুম খোকন অংশগ্রহণ করেছেন। শত প্রলোভনের মুখেও মরহুম আবু সাঈদ খোকন নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজনীতি ছাড়াও সমাজ সেবায়ও নানা কাজের সাথে যুক্ত মরহুম আবু সাঈদ খান খোকনের অবদান এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুম আবু সাঈদ খান খোকনের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। : পুলিশি বাধায় লেবার পার্টির সভা পন্ড, যেতে পারেননি ফখরুল : পুলিশের বাধার মুখে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করতে পারেননি লেবার পার্টির নেতাকর্মীরা। সভা পন্ড হওয়ায় তাতে যোগ দিতে পারেননি প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকালে সভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের প্রেসক্লাবের ভেতর ঢুকতে দেয়নি পুলিশ। : পরে লেবার পার্টির নেতারা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে আলোচনা সভার প্রস্তুতি নিলে সেখানেও পুলিশ বাধা দেয়। সভা না হওয়ার খবর পেয়ে মাঝপথ থেকে বিএনপি মহাসচিব নয়াপলন্টনের দলীয় কার্যালয়ে ফিরে যান। এ সময় কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে প্রস্তুত রাখা হয় জলকামান ও প্রিজনভ্যান। অন্যদিকে গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবকে। :দিনকাল রিপোর্ট :

শেয়ার করুন