বিকালে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন

0
134
Print Friendly, PDF & Email

: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন আজ।

সোমবার বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবে ৪ দিনের এক সরকারি সফর শেষে শুক্রবার দিবাগত মধ্যরাতের পর দেশে ফিরেন প্রধানমন্ত্রী। সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে তিনি এ সফরে গিয়েছিলেন।

সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী রিয়াদে রাজপ্রাসাদে সৌদি বাদশাহ সঙ্গে সাক্ষাত করেন এবং তার সম্মানে বাদশাহ দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন।

স্টাফ রিপোর্টার

শেয়ার করুন