না’গঞ্জ ও দিয়াবাড়িতে গুলিবিদ্ধ ৬ যুবকের লাশ উদ্ধার

0
150
Print Friendly, PDF & Email

: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার যুবকের মাথা থেঁতলানো গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আর রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি (উত্তরা ১৬ নম্বর) এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে চার লাশ উদ্ধার হয় গতকাল রবিবার ভোরে আর দিয়াবাড়িতে দুটি লাশ পাওয়া গেছে গত শনিবার রাতে। রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, কয়েকদিন আগে তাদের হত্যা করে কাশবনে ফেলে রাখা হয়েছে। লাশে পচন ধরেছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রাজউকের উত্তরা আবাসিক এলাকার ১৬ নম্বর সেক্টরের ফাঁকা জায়গা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গতকাল রবিবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মর্গ সূত্র জানিয়েছে, নিহত দুজনেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। : নারায়ণগঞ্জ : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে গুলিবিদ্ধ ও মাথা থেঁতলানো ৪ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনের পরিচয় মিলেছে। তার নাম লুৎফর মোল্লা (৩৬)। তার বাবার নাম মনসুর মোল্লা। সে রাজধানী ঢাকার রামপুরায় পরিবার নিয়ে ভাড়া থাকে। পেশায় বাস চালক। বাকি ৩ যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। গতকাল রবিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের রাস্তা থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের মুখমন্ডলে মারাত্মক আঘাতের ক্ষত চিহ্ন এবং মাথার কিছু অংশ থেঁতলানো। গতকাল রবিবার বেলা পৌনে ৩টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে গিয়ে রেশমা আক্তার একজনের লাশ শনাক্ত করেন। তার শনাক্তকৃত লাশটি তার স্বামী লুৎফর মোল্লার। এ সময় তিনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তার সাথে আসেন তার বড় ভাই ইউনুছ মোল্লা ও নিহতের স্বজনরাও। এ সময় স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। নিহত লুৎফরের স্ত্রী রেশমা জানান, তার স্বামী বাসচালক। শুক্রবার বিকাল ৫টার দিকে বাসা থেকে বের হন। এবং সন্ধ্যা ৭টার দিকে গাড়ি নিয়ে রাস্তায় নামেন। রাত ১টায় স্বামীর সাথে তার শেষ বারের মতো কথা হয়। এরপর থেকে স্বামীর মোবাইল ফোন বন্ধ পান। গতকাল রবিবার সকালে টেলিভিশনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ জনের লাশ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে ছুটে আসেন তিনি। নিহত লুৎফর মোল্লার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে রিশাদ ৮ম শ্রেণি ও মেয়ে লিজা ৪র্থ শ্রেণিতে পড়ে। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে লাশগুলো পুলিশ উদ্ধার করে। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। মাথায় আঘাত রয়েছে প্রতিটি লাশের। তবে মাথায় গুলি কিনা বলেতে পারেননি তিনি। ৪ জনেরই পরিচয় পাওয়া যায়নি। এদের বয়স ৩০ থেকে ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও মেরে এখানে ফেলে রাখা হয়েছে। লাশের নিকট থেকে ২টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি ও ১টি সাদা রঙের নোয়া মাইক্রোবাস (যার নম্বর ঢাকা মেট্রো-চ-১৩-০৫০১) জব্দ করা হয়েছে। এরা আসলে ডাকাত কিনা তা নিয়েও তদন্ত চলছে। ইতিমধ্যে ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। স্থানীয়রা জানান, রাতে আমরা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শত শত উৎসুক মানুষ লাশ দেখতে ভিড় জামাচ্ছে। তবে নিহতের কেউ আড়াইহাজারের অধিবাসী নয়। নিহতের ৪ জনের মধ্যে ১ জন লুঙ্গি পরিহিত। বাকি ৩ জনের পরনে ছিল প্যান্ট ও শার্ট। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে থানা পুলিশকে অবহিত করি। পরে থানা পুলিশ গিয়ে লাশগুলোর সুরতহাল করে মর্গে প্রেরণ করেন। কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। : রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের পাশ থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর মুখের একপাশে থেঁতলে দেয়া হয়েছে। পুলিশের ধারণা, ডাকাতদের ডাকাতি করা মালামাল ভাগাভাগি করতে গিয়ে প্রতিপক্ষ তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায়। গতকাল রবিবার ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাব জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সকালে এশিয়ান হাইওয়ে সড়কে কুশাব জামে মসজিদের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। পুলিশের ধারণা, রাতের যেকোন সময় ডাকাতি করা মালামালের ভাগাভাগি নিয়ে একপক্ষ ওই যুবককে হত্যা করে গাড়ি থেকে সড়কের পাশে ফেলে রেখে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। : এদিকে কুশাব জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন জানান, ফজরের নামাজের আগেই সড়কে পুলিশের একাধিক গাড়ি ঘটনাস্থলে অবস্থান নেয়। নামাজ শেষের পরপর কিছু পোশাকধারী পুলিশ সড়কটি বন্ধ করে দিয়ে মুসল্লিদের চলাচলে বাধা দেয়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে লাশটি পড়ে থাকতে দেখেন তারা। সকাল ৮টার দিকে অপর একদল পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। : দিনকাল রিপোর্ট :

শেয়ার করুন