বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে : বাণিজ্যমন্ত্রী

0
109
Print Friendly, PDF & Email

সম্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি : ইত্তেফাক
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির নতুন জোটের উদ্দেশ্য যদি হয় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো, তাহলে তা কোনো দিনই সফল হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা অডিটরিয়ামে জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি যদি ২০১৪ সালের মত অরাজগতা সৃষ্টি করতে চায় তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিবে। তারা (বিএনপি) যদি আবার ক্ষমতায় আসতে পারে, তবে দেশটাকে ধ্বংস করে দেবে।

নতুন জোটের নেতা কামাল হোসেনের সমালোচনা করে তোফায়েল বলেন, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তাদের সঙ্গে কামাল হোসেন জোট করেছেন।

মহিলা যুবলীগ আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার ছিলেন নারী নেত্রী মিসেস আনোয়ারা আহমেদ। বক্তব্য রাখেন, মমতাজ বেগম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

ইত্তেফাক/ভোলা প্রতিনিধি

শেয়ার করুন