রাজধানীতে মাদক সেবন-বিক্রির অপরাধে গ্রেপ্তার ৬২

0
210
Print Friendly, PDF & Email

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮শ’ ২৯ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৭শ’ ৫৫ গ্রাম গাঁজা, ৬শ’ ৬০ বোতল ফেন্সিডিল, ২৮ হাজার ৬শ’ ২৫ লিটার দেশি মদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।

ইত্তেফাক/অনলাইন ডেস্ক

শেয়ার করুন