বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সরকারের হাতে দেশের কোনো মানুষ নিরাপদ নয়। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ ও তাদের লালিত প্রশাসন বিএনপির নেতাকর্মীদের নামে-বেনামে পাইকারি মামলা দিয়ে গণহারে গ্রেফতার করছে।
গতকাল বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্স ও মির্জাপুর গ্রামে রনদা প্রসাদ সাহার দৃষ্টি নন্দন পুজা মণ্ডপ পরিদর্শনে এসে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় মঈন খান আরো বলেন, নির্বাচন নিয়ে তারা নানাভাবে টালবাহানা করছে। এই সরকারের হাতে দেশের কোনো মানুষ নিরাপদ নয়। দেশের সার্বিক উন্নয়ন এবং আগামী নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন মঈন খান।কালের কণ্ঠ অনলাইন