ছাত্রলীগ নেতাসহ রাবির তিন শিক্ষার্থীর কারাদণ্ড

0
179
Print Friendly, PDF & Email

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থীকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দীন জানান, সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের প্রত্যেককে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান আলী এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ডিগ্রি ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রক্সি দিতে গেলে আটক হন দণ্ডপ্রাপ্তরা। ওইদিনই কলেজের উপাধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব মকবুল হোসেন বাদী হয়ে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শেয়ার করুন