সৌম্যর নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ

0
163
Print Friendly, PDF & Email

চলতি বছরে দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে এই বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজক হয় বাংলাদেশ।

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আছে তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট ম্যাচ।

সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। তাঁর আগে গা গরমের ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে নামছে জিম্বাবুয়ে দল।

পরশু শুক্রবার সাভারের বিকেএসপিতে সকালে শুরু হবে এক দিনের ম্যাচটি। এই ম্যাচের জন্য ইতোমধ্যে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১২ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দল থেকে ছিটকে পড়া সৌম্য সরকারকে। এছাড়া প্রস্তুতি ম্যাচের দলে জায়গা হয়েছে জাতীয় দলের নতুন মুখ ফজলে রাব্বির।

প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবির একাদশ:

সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন, জাকির হাসান (উইকেটরক্ষক), আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাইফ উদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন, মোর্শেদুল আকতার ও নাঈম হাসান।

মূল সিরিজ শুরু হবে ২১ অক্টোবর থেকে। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবার পর বাকি দুই ওয়ানডে হবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে।

আরটিভি অনলাইন রিপোর্ট
|

শেয়ার করুন